ঈদ উপহার বিতরণ
April 19, 2023 at 10:00 AM
Whole Bangladesh

এসো ভাগাভাগি করি ঈদের আনন্দ।

চারিদিকে হাহাকার। লোনাজলে ভিজে গেছে জামা। চক্ষু মিলিয়া আনন্দ দেখার চেয়ে ভীড় করেছে সব দুঃখের বোমা। রাস্তার আঙিনা থেকে ছোট ছোট ঘরতেও চলছে নীরব শোকছায়া। জানি, লম্বা হাত নেই আমাদের। তাই বলে কী বসে থাকবো ঘাপটি মেরে মোরা। চল আবার হাসি ফুটাতে নেমে যাই মাঠে “দেখি পারি কি-না একটা ছোট্ট উপহার নিয়ে হাজির হবো অভাবগ্রস্থের দুয়ারে সাথে একটি ফুলের তোড়া”


এসো ভাগাভাগি করি ঈদের আনন্দ।

চারিদিকে হাহাকার। লোনাজলে ভিজে গেছে জামা। চক্ষু মিলিয়া আনন্দ দেখার চেয়ে ভীড় করেছে সব দুঃখের বোমা। রাস্তার আঙিনা থেকে ছোট ছোট ঘরতেও চলছে নীরব শোকছায়া। জানি, লম্বা হাত নেই আমাদের। তাই বলে কী বসে থাকবো ঘাপটি মেরে মোরা। চল আবার হাসি ফুটাতে নেমে যাই মাঠে “দেখি পারি কি-না একটা ছোট্ট উপহার নিয়ে হাজির হবো অভাবগ্রস্থের দুয়ারে সাথে একটি ফুলের তোড়া”

 

হ্যাঁ বন্ধুরা, ০৬০৮ ফাউন্ডেশন বিগত দিনের মতন তোমাদের ভালোবাসা নিয়ে ঈদ উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে। লাগবে সকল বন্ধুদের সহযোগিতা। ঈদ উপহার দেয়া হবে সকল গরীবদের। হাসি ফুটাতে চেষ্টা করবো সাধ্য অনুযায়ী মানুষদের। প্রয়োজন তোমাদের সহযোগিতা। তোমরা এগিয়ে আসলে অসম্ভব কিছুই নয়।

 

ঈদ উপহারে যা যা থাকবে সম্ভাব্যঃ

চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু, লবন, গুড়ো দুধ সহ বাজেট অনুযায়ী প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

ঈদ উপহারে শরিক হতেঃ

আমাদের ব্যাংক হিসাবঃ
0608 foundation
A/C No- 1441-101-100684
Jhonson Road Branch
Pubali Bank Limited

বিকাশ/নগদ/রকেট পারসোনাল
রাজিব দেবনাথ [ 01917694300]
কোষাধ্যক্ষ, ০৬০৮ ফাউন্ডেশন

ঈদ উপহারে শরিক হবার শেষ তারিখ ২৫ রমজান [ ১৭ই এপ্রিল ২০২৩ ]

উল্লেখ্য যে, এটা যাকাত ফান্ড নয়। যাকাত নিয়ে আমাদের আলাদা ফান্ড রয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানতে কল করুন 01721-173629 [ আব্দুল কাইয়্যুম, সভাপতি, ০৬০৮ ফাউন্ডেশন ]

 

আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান-সদকা কর, তবে তা কতই না উত্তম। আর যদি গোপনে ফকির-মিসকিনকে দান করে দাও, তবে আরো বেশি উত্তম। আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন।’ (সূরা: বাকারা, আয়াত: ২৭১)

 

আল্লাহ আরোও বলেন, ‘এবং তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে। ভিক্ষুক এবং বঞ্চিত (অভাবী অথচ লজ্জায় কারো কাছে হাত পাতে না) সকলের হক রয়েছে।’ (সূরা: মাআরেজ, আয়াত: ২৪-২৫)