Winbrige Tech presents  "০৬০৮ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট -২০২২" 
November 25, 2022 at 7:31 AM
পুলিশ লাইন মাঠ, মিরপুর, ঢাকা

২২ গজের মাঠে বল আর ব্যাটের বাহাদুরি টিভি স্কিনের বড় পর্দায় দেখে দেখেই ক্লান্ত আমরা। একবার কাঁদি আবার হাসি প্রিয়দলের জন্য। এবার না-হয় নিজেই দাঁড়িয়ে যাই সেই দৃশ্যের কারণ হতে। বল হাতে দৌড়ে আসবে আমার বন্ধু। ব্যাট হাতেও দাঁড়িয়ে রবে আমার বন্ধু। আমার বলে আউট আউট কিংবা ছয় চার বলা ধ্বনিতে উল্লাসে মেতে উঠবো। ছয় হাঁকিয়ে গলা ব্যথা করবে আমার বন্ধুরা, আউট করে উল্লাস করবে অন্য বন্ধুরা। এ যেন প্রাণের উল্লাসে মেতে উঠবো নতুন একটা আনন্দঘন আয়োজনে। যেখানে খেলবে সমগ্র বাংলাদেশের ৮ বিভাগের বন্ধুরা। যারা সবাই আমার ব্যচতুতো বন্ধু। আমাদের কোড একটাই ০৬০৮। 

কুয়াশা ভেজা ভোরে এক আলাদা স্পর্শ নিয়ে শুরু হবে সেদিনের আয়োজন। একে একে জড়ো হবে সকল বন্ধুরা। সবার সাথে হবে সকলের পরিচয়। খেলায় উত্তেজনা থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে হাসবে খেলার শেষে সবাই। কেননা এটা প্রতিপক্ষ নয় এটা একটা উৎসব। আর দর্শক হিসেবে মেতে অন্য বন্ধুরাও। 
এবারের আয়োজনের নাম Winbrige Tech presents  "০৬০৮ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট -২০২২
ভেন্যু- পুলিশ লাইন মাঠ, মিরপুর, ঢাকা

খেলা বিষয়ক যে কোন পরামর্শেঃ আহবায়ক- [ফারদিন জিয়া 01816-529338]


২২ গজের মাঠে বল আর ব্যাটের বাহাদুরি টিভি স্কিনের বড় পর্দায় দেখে দেখেই ক্লান্ত আমরা। একবার কাঁদি আবার হাসি প্রিয়দলের জন্য। এবার না-হয় নিজেই দাঁড়িয়ে যাই সেই দৃশ্যের কারণ হতে। বল হাতে দৌড়ে আসবে আমার বন্ধু। ব্যাট হাতেও দাঁড়িয়ে রবে আমার বন্ধু। আমার বলে আউট আউট কিংবা ছয় চার বলা ধ্বনিতে উল্লাসে মেতে উঠবো। ছয় হাঁকিয়ে গলা ব্যথা করবে আমার বন্ধুরা, আউট করে উল্লাস করবে অন্য বন্ধুরা। এ যেন প্রাণের উল্লাসে মেতে উঠবো নতুন একটা আনন্দঘন আয়োজনে। যেখানে খেলবে সমগ্র বাংলাদেশের ৮ বিভাগের বন্ধুরা। যারা সবাই আমার ব্যচতুতো বন্ধু। আমাদের কোড একটাই ০৬০৮। 

হ্যাঁ, আগামী ২৫ নভেম্বর ২০২২, ঢাকার মিরপুরের পুলিশ লাইন মাঠে সকল বন্ধুদের কৈশরের সেই উন্মাদনার ক্রিকেট কিসসা জাগাতে, চার ছয় মেরে বন্ধুর মনজয় করতে আমরা একসাথে মেতে উঠবো এক ক্রিকেট টুর্নামেন্টের। এটা শুধু টুর্নামেন্ট নয়, এটা সারা বাংলার বন্ধুদের একটি মিলনমেলাও। যেখানে উচ্ছ্বাসে মেতে উঠবো সকল বন্ধুর সাথে। যার আয়োজক প্রিয় পরিবার "০৬০৮ ফাউন্ডেশন " 

কুয়াশা ভেজা ভোরে এক আলাদা স্পর্শ নিয়ে শুরু হবে সেদিনের আয়োজন। একে একে জড়ো হবে সকল বন্ধুরা। সবার সাথে হবে সকলের পরিচয়। খেলায় উত্তেজনা থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে হাসবে খেলার শেষে সবাই। কেননা এটা প্রতিপক্ষ নয় এটা একটা উৎসব। আর দর্শক হিসেবে মেতে অন্য বন্ধুরাও। 
এবারের আয়োজনের নাম Winbrige Tech presents  "০৬০৮ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট -২০২২
ভেন্যু- পুলিশ লাইন মাঠ, মিরপুর, ঢাকা

টুর্নামেন্টের কিছু আবশ্যিক শর্তাবলি: 

১. নামঃ 0608 Foundation Cricket Tournament: FCT- 2022

২. আগামী ২৫ নভেম্বর শুক্রবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
৩. ৮ টি বিভাগীয় টিমের একদিনের টুর্নামেন্ট হবে ( এর বাইরে কোন জোন / বা প্রস্তাবিত বিভাগ টুর্নামেন্টে অংশ গ্রহন করতে পারবে না) 

৪. প্রতিটি টিমের ১৫ জন খেলোয়াড়ের লিস্ট ১৫ই নভেম্বর ভিতরে আয়োজক কমিটির কাছে জমা দিতে হবে । ১৫ জনের নাম, জার্সি নাম্বার ও দল নিশ্চিত করবে।  [ এস এম ফয়সাল-01671-363635, খালেদ মঞ্জুর-01610-062211]

৫. প্রতিটি টিমের এন্ট্রি ফি "১২০০০ হাজার" টাকা।  এন্ট্রি ফি ১৫ই নভেম্বর ২০২২ ভিতর আয়োজক কমিটির কাছে জমা দিতে হবে। ০৬০৮ ফাউন্ডেশনের অফিশিয়াল হিসাবে। এই ফি এর মধ্যে ১৫ জন খেলোয়াড় ও ১জন ম্যানেজার ও ১ জন কোচ সহ ১৭ জন অন্তর্ভুক্ত। এ বিষয়ে যে কোন পরামর্শে [রাজিব দেবনাথ- 01917-694300]

৬. খেলা সর্বোচ্চ ৮ ওভারের একেকটা ম্যাচ হবে। 

৭. প্রতিটি ম্যাচ নকআউট ভাবে অনুষ্ঠিত হবে।
৮. এক টিমের খেলোয়াড় অন্য টিমে খেলতে পারবে না।
৯. প্রতিটি টিমের নিজস্ব জার্সি থাকবে এবং সেই জার্সিতে ০৬০৮ ফাউন্ডেশনের নাম এবং লোগো থাকা বাধ্যতামূলক। বুকের বাম পাশে প্রতিটি দলের লোগো আর ডান পাশে ০৬০৮ ফাউন্ডেশনের লোগো থাকবে। 

১০. প্রতিটি টিমের আলাদা পতাকা জমা দিতে হবে, সাইজ ৩৬*১৮ ইঞ্চি।

১১. সকাল ৭ টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 

১২. সকাল ৬.৩০ মিনিটের মধ্যে সকল টিমকে মাঠে উপস্থিত থাকতে হবে।

১৩. প্রতিটি খেলোয়াড় কে আয়োজক কর্তৃক দেয়া ০৬০৮ এর ব্যাচের সত্যায়ন ফর্ম পূরণ করতে হবে। এর জন্য এসএসসির ছবিসহ রেজিষ্ট্রেশন কার্ড অথবা এডমিট কার্ড শো করতে হবে । জমাদানের শেষ সময়ঃ ২০ই নভেম্বর ২০২২।

১৪. প্রতিটি টিমের খেলোয়াড়দের নিজ নিজ ব্যাট ব্যবস্থা করতে হবে। 

১৫. কোনো টিমের ১৫ জনের বেশি সদস্য অংশগ্রহণ করতে চাহিলে জন প্রতি ২৫০ /- টাকা করে রেজিষ্ট্রেশন ফী দিতে হবে।
সাধারণ দর্শক রেজিষ্ট্রেশন এর শেষ সময়ঃ ২২শে নভেম্বর ২০২২ইং। 

১৬. ০৬০৮ ব্যাচের বাহিরে কেউ খেলতে পারবে না । যদি প্রমান পাওয়া যায় যে ০৬০৮ এট বাইরে কোন খেলোয়ার কোনো টিমের হয়ে খেলছে তাহলে সাথে সাথে উক্ত টিমকে টুর্নামেন্ট থেকে অব্যহতি/বহিষ্কার করা হবে। 

১৭. ০৬০৮ ব্যাচের বাহিরে যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবে দর্শক হিসেবে। রেজিষ্ট্রেশন ফিঃ ২৫০/- 
দর্শক রেজিষ্ট্রেশন হবে আমাদের ওয়েবসাইটে। 
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ২২শে নভেম্বর ২০২২ইং তারিখ। ( ২৫০/- টাকায় দুপুরের খাবার,  বিকালে স্ন্যাক্স এবং পানি.... সাথে আনলিমিটেড মজা, মাস্তি, আড্ডা )

আয়োজনে যা যা ব্যাবস্থা করবে 

  •  সকালের নাস্তা [ শুধুমাত্র খেলোয়াড়দের জন্য ] 
  •  দুপুরের লাঞ্চ 
  •  স্ন্যাক্স ও পানি
  •  বল 
  •  স্টাম্প 
  • কিপিং গ্লাভস 
  • আনুষঙ্গিক যা প্রয়োজন

বিঃদ্রঃ বন্ধুদের প্রয়োজনে, সুন্দর আয়োজনে যে কোন শর্ত ক্রিকেট আয়োজক কমিটির সিদ্ধান্তে সংযোজন বিয়োজন হতে পারে। 

খেলা বিষয়ক যে কোন পরামর্শেঃ আহবায়ক- [ফারদিন জিয়া 01816-529338]