সূবর্ণজয়ন্তী উল্লাস ২০২১
April 02, 2021 at 7:00 AM
আলাদিন পার্ক এন্ড রিসোর্ট, ধামরাই, ঢাকা

এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর সমগ্র বাংলাদেশের সকল বন্ধুদের নিয়ে আয়োজন করতে যাচ্ছি "সূবর্ণজয়ন্তী উল্লাস ২০২১"
এই সূবর্ণজয়ন্তী উল্লাস ২০২১ আয়োজক আমাদের ‘0608 foundation’ নামক সামাজিক সংঠন।
ইভেন্ট ফি: ৯৫০ টাকা (৫০ টাকা মানবিক কাজে) এবং
গেস্টদের জন্য জনপ্রতিঃ ৬৫০টাকা
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ২৮-০২-২০২১ ১০-০৩-২০২১ পর্যন্ত

আলাদিনের মতোই আশ্চর্য হয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখবে প্রকৃতির এক লীলাভূমিতে হাজির ০৬০৮ নামের বন্ধুরা। গাছ গাছালির অভয়ারণ্য বলে জায়গাটার বেশ সুনাম। প্রথম দেখাতেই মুগ্ধ হবে পরিবেশ দেখে। ঝাউ গাছের লম্বা সারির সাথে সাথে রয়েছে সু-বিশাল আড্ডার বিশাল জায়গা। দুষ্টামি আর সুইমিং পুলের পানির উচ্ছ্বাসে হারিয়ে যাবো সকলে। একদিনের জন্য চলে যাবো সেই দুষ্টুমির লাফালাফি করা দুপুরে। সব যেন একই সাথে মিলবে এই আলাদিন পার্ক ও রিসোর্টে।


এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর সমগ্র বাংলাদেশের সকল বন্ধুদের নিয়ে আয়োজন করতে যাচ্ছি "সূবর্ণজয়ন্তী উল্লাস ২০২১"
এই সূবর্ণজয়ন্তী উল্লাস ২০২১ আয়োজক আমাদের ‘0608 foundation’ নামক সামাজিক সংঠন।

ইভেন্ট ফি: ৯৫০ টাকা (৫০ টাকা মানবিক কাজে) এবং
গেস্টদের জন্য জনপ্রতিঃ ৬৫০টাকা
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ২৮-০২-২০২১ ১০-০৩-২০২১ পর্যন্ত।

ভেন্যু পরিচিতিঃ আলাদিনের মতোই আশ্চর্য হয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখবে প্রকৃতির এক লীলাভূমিতে হাজির ০৬০৮ নামের বন্ধুরা। গাছ গাছালির অভয়ারণ্য বলে জায়গাটার বেশ সুনাম। প্রথম দেখাতেই মুগ্ধ হবে পরিবেশ দেখে। ঝাউ গাছের লম্বা সারির সাথে সাথে রয়েছে সু-বিশাল আড্ডার বিশাল জায়গা। দুষ্টামি আর সুইমিং পুলের পানির উচ্ছ্বাসে হারিয়ে যাবো সকলে। একদিনের জন্য চলে যাবো সেই দুষ্টুমির লাফালাফি করা দুপুরে। সব যেন একই সাথে মিলবে এই আলাদিন পার্ক ও রিসোর্টে। কি থাকছে আমাদের আয়োজনে:

  • হৈচৈ করার উন্মুক্ত সুযোগ
  • লোগোযুক্ত টি-শার্ট
  • সকালের নাস্তা,দুপুরের খাবার ও বিকেলের নাস্তা
  • ছেলে বন্ধু ও মেয়ে বন্ধুদের জন্য আলাদা আলাদা খেলার ইভেন্ট
  • ০৬০৮ বাহিরের গেস্টের জন্য আলাদা ইভেন্ট
  • সকলের জন্য ভালোবাসাময় উপহার
  • ছবি তোলার স্পেশাল ফটোবুথ
  • দক্ষ বন্ধু ফটোগ্রাফার
  • একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান
  • র‍্যাফেল ড্র ও পুরষ্কার বিতরনী

তবে আরোও কিছু বিষয় থাকবে সারপ্রাইজ হিসেবে। তাছাড়া তোমার জন্য কী কী বরাদ্ধ তা জানিয়ে দেয়া হবে কার্ডের মাধ্যমে।
খাবার মেন্যুঃএকটি চমক থাকুক এবার।
পেমেন্ট পলিসিঃ প্রতিজন বন্ধুর জন্য আমাদের নির্ধারিত ফি ৯৫০ টাকা। যার ৫০ টাকা চলে যাবে একটি সামাজিক ইভেন্ট খাতে। যদি আমাদের কোন বন্ধু তার স্বামী কিংবা স্ত্রী কিংবা কোন পরিবারের সদস্য নিয়ে আসতে চাও তবে তাকে গুনতে হবে ৬৫০ টাকা। তবে সে আমাদের ব্যাচমেট হলে তার জন্য অন্যদের মতোই সমান ফি প্রযোজ্য।
বাচ্চা পলিসিঃবন্ধুর বাচ্চা মানে আমাদের বাচ্চা । বাচ্চাদের জন্য থাকছে ফি উম্মুক্ত। তবে বাচ্চা এন্ট্রি করতে ভুল করিস না কিন্তু।
যাতায়াতঃ রিসোর্টে যাওয়ার জন্য আমাদের রিজার্ভ করা বাস অপেক্ষা করবে সকাল ৭ টায় আড়ং মোড়, সংসদ ভবনের দক্ষিণ পাশে। সেখান থেকে সকলে বাসে উঠবে এবং সেখানেই নামিয়ে দিবে নির্দিষ্ট বাস। অন্যান্য বিষয় জানিয়ে দেয়া হবে মেসেজের মাধ্যমে। এছাড়া যারা আমাদের রিজার্ভ বাসের বাহিরে আসতে চাও। আরিচা মানিকগঞ্জ হাইওয়ে-ধামরাই জপুরা ব্রীজ-কুল্লা ইউনিয়ন-সিথি পল্লী-আলাদিন পার্ক এন্ড রিসোর্ট।
হট লাইনঃ যে কোন তথ্যের জন্য এদের জ্বালাইতে ভুলবেনা। ম্যাক- 01721 173 629 সিহাব- 01701 209 860 রাতুল- 01717 372 631 রাসেল রাজ- 01911-280000
দলে দলে স্লোগান তুলিস

“সামাজিক ও মানবিক কাজ করার দৃঢ় প্রত্যয়ে: বন্ধুত্ব যেখানে অটুট”